Bose Centre for Advanced Study and Research in Natural Sciences

bose_centre@du.ac.bd
+88-09-661 900/Ext. 4564

বিজ্ঞানী অধ্যাপক সত্যেন্দ্রনাথ বসুর ১৩০তম জন্মবার্ষিকী পালন

১ জানুয়ারি, ২০২৪-এ, বোস সেন্টার ফর অ্যাডভান্সড স্টাডি ইন ন্যাচারাল সায়েন্সেসে মহান পদার্থবিদ সত্যেন্দ্র নাথ বোসের ১৩০তম জন্মদিন উদযাপন করা হয়। এই ইভেন্টটি এস.এন. বোসের পদার্থবিজ্ঞানে অবদানের প্রতি শ্রদ্ধা জানিয়ে এবং বৈজ্ঞানিক সম্প্রদায়ে তার স্থায়ী উত্তরাধিকারের প্রতি সম্মান জানিয়ে অনুষ্ঠিত হয়।

Previous slide
Next slide

আনন্দময় অনুষ্ঠান

উদযাপনটি একটি কেক কাটার মাধ্যমে শুরু হয়, যা ছাত্র, শিক্ষক এবং বিশিষ্ট অতিথিদের একত্রিত করে আনন্দ এবং শ্রদ্ধার মুহূর্ত তৈরি করে। সবাই একত্রিত হয়ে একটি প্রতীকী মুহূর্তের মাধ্যমে এমন একজন ব্যক্তির প্রতি শ্রদ্ধা জানায় যার কাজ আধুনিক বিজ্ঞানে গভীর প্রভাব ফেলেছে।

বিশিষ্ট অতিথিরা

উল্লেখযোগ্য উপস্থিতিদের মধ্যে ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. সুপ্রিয়া সাহা এবং বোস সেন্টারের পরিচালক অধ্যাপক ড. রতন চন্দ্র ঘোষ।