Bose Centre for Advanced Study and Research in Natural Sciences

bose_centre@du.ac.bd
+88-09-661 900/Ext. 4564

বিজ্ঞানী অধ্যাপক সত্যেন্দ্রনাথ বসুর ১৩০তম জন্মবার্ষিকী উপলক্ষে নভোথিয়েটারে আয়োজিত সেমিনারে অংশগ্রহন

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নভোথিয়েটার কর্তৃক আয়োজিত A brief journey through time to understand the birth of Bose-Einstein statistics and its consequences শিরোনামে আলোচনা সভায় শিক্ষার্থীসহ অংশগ্রহণ। 

Previous slide
Next slide

নভোথিয়েটারের মহাপরিচালক জনাব মোঃ নূরুল আলম-এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব জনাব মোঃ আলী হোসেন। এছাড়া অনুষ্ঠানটিতে মূল প্রবন্ধ উপস্থাপনা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মোঃ কামরুল হাসান। আলোচক হিসেবে উপস্থিত ছিলেন একই বিভাগের অধ্যাপক ড. ইসতিয়াক এম সৈয়দ এবং বোস সেন্টার ফর এডভ্যান্সড স্টাডি এন্ড রিসার্চ ইন ন্যাচারাল সায়েন্সেস ওয়ে পরিচালক অধ্যাপক ড. রতন চন্দ্র ঘোষ।